গাইবান্ধায় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বিশ্ব টেলিসংযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়। গতকাল ১৮ মে শনিবার দিবসটি উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ন্যাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে জেলা শহর ঘুড়ে র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো.আব্দুল মতিন।
