6:32 AM, 13 November, 2025

পঞ্চগড়ে আলোর দিশারীর বহুমূখী সমবায় সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

IMG_20190518_184551_crop_300x150

কাজী সাইফুল

দেবীগঞ্জ, পঞ্চগড়ঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোর দিশারী সমবায় সমিতি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮মে শনিবার বিকেলে নতুন বন্দর উত্তর পাড়াজামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন সরকার। উপস্থিতছিলেন, আলোর দিশারী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আতাউর রহমান, আলোর দিশারী সমবায় সমিতির সভাপতি মোঃ নোমানুর রহমান সহ সকল সদস্যবৃন্দ।এসময় সমিতির সভাপতি নোমান বলেন সমাজকে বাল্যবিয়ে,যৌতুকমুক্ত রাখা,গরীবদুখী মানুষের বিপদের সময় এই সমিতি যেন পাশে দাড়াতে পারে এজন্য আপনাদের দোয়া ও সহযোগীতা কাম্য করছি এবং আগামী দিনে যেন আরো সুন্দরভাবে ইফতার মাহফিল করতে পারি।
মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরেন দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্হান জামে মসজিদের খতিব দেলোয়ার হোসাইন।