4:59 AM, 13 November, 2025

কিশোরগঞ্জে ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

received_2306669816093579

মোঃ স্বপন হোসেন,

নিজস্ব প্রতিনিধি পাকুন্দিয়া কিশোরগঞ্জঃ

গতকাল ১০ই রমজান সন্ধ্যায় ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিল মাওলানা মো. শফিকুল ইসলামের পবিত্র কোর’আন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে পাকুন্দিয়া উপজেলাধীন টুঠারজঙ্গলে অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- দেশেরবার্তা ২৪ এর প্রধান উপদেষ্টা ও ষোলোআনা ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি এস.এম. মিজানুর রহমান মামুন এবং পাকুন্দিয়া উপজেলা নিজস্ব প্রতিনিধি, পাকুন্দিয়া রিপোর্টস ক্লাবের কার্যকরী সদস্য ও মাসিক কলমের ডাক ম্যাগাজিনের সম্পাদক মো. স্বপন হোসেন ও হোসেনপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল হুমাইদি, আইসিটি ফোরই’র কিশোরগঞ্জ জেলা অ্যাম্বাসেডর ও চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক মাওলানা মো. নাজমুল হক,মো. মাহতাম উদ্দিন সমাজ সেবক, মো. কবির মিয়া সমাজ সেবক. কিরন মিয়া,মো.সাবিকুল হক সানি,মো.অন্তর মিয়া, মো.জয় আহমেদ মো. হাবিবুল্লাহ হাবীব মো. জাহাঙ্গীর আলম, মো. ইসলাম উদ্দিন, মো. মিজানুর রহমান, মো. আশরাফুল ইসলাম অভি, মো. ওমর ফারুক, তানভীর আহমেদ মাসুম, মো. শরিফুল ইসলাম, আকাবাম নরসুন্দা কিন্ডারগার্টেনের সহ. শিক্ষক মাওলানা খলিলুর রহমান সহ ক্লাবের সদস্যবৃন্দ।

ইফতার ও দোয়া মাহফিলটি আয়োজন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রাকিবুল হাসান ও তার বন্ধুরা