9:45 AM, 13 November, 2025

ইবনেসিনা মেডিকেলের নার্স তানিয়ার ধর্ষণকারিকে গ্রেফতার ও হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Gaibandha Pic-02 (1)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহীনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে গতকাল বুধবার দুপুরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি ইসরাত জাহান, শিক্ষক জসিম উদ্দিন, গোলাম রব্বানী, সুপ্তি আকতার, সুকুমার চন্দ্র প্রমুখ। বক্তারা তানিয়ার ধর্ষক খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান। সেইসাথে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত না করার সুযোগ দিয়ে ট্রাইব্যুনালে দ্রুত বিচারের দাবি জানান।