
এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকেঃ
দিনাজপুরের নবাবগঞ্জে চলতি ইরি-বোরো মোসুমে সরকারী ভাবে ন্যায্যমৃল্যে চাল ও গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চাল ও গম ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃমশিউর রহমান। প্রকৃত কৃষক যারা, মাথার ঘাম পায়ে ফেলে রোদ-বৃষ্টি উপেক্ষা করে ন্যায্য মূল্যের আশায় ফসল ফলিয়েছে তারাই যেন অগ্রাধিকার ভিত্তিতে সরকারের কাছে তাদের ফসল বিক্রি করতে পারে, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদেরনজর রাখার অনুরোধ করেন।
জননেত্রীর ভাবমূর্তি ক্ষূন্ন হয় এমন কিছু না করারও অনুরোধ করেন তিনি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোস্তাফিজার রহমান জানান- চলতি মৌসুমে ধান-৫৪৩ মেঃটন, চাল-৩০৮৬ মেঃটন এবং গম মাত্র -১৫ মেঃটন ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ধান,চাল ও গম ক্রয়ের উদ্বোধন করা হলো।
দাউদপুর ইউনিয়ন খাদ্যকর্মকর্তা আফান আলীজানান,ধান প্রতি কেজি-২৬ টাকা, চাল-৩৬ টাকা এবং গম-২৮ টাকা কেজি দরে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুষ্ঠভাবে কৃষকের ফসল সরকারের কাছে বিক্রয়ে সকলের আন্তরিক সহযোগীতাও কামনা করেন তিনি।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানআব্দুর রাজ্জাক, মিলার, ছোট বড় ব্যবসায়ী,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া কর্মী সহ এলাকার কৃষকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম