9:37 AM, 13 November, 2025

মুরাদনগর মোহাম্মদপুর গ্রামের ১৪ বছর বয়সী কিশোর ১৩ দিন ধরে নিখোজ

IMG_20190514_222207
সফিকুল ইসলাম,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার  বাঙ্গরা বাজার থানার মোহাম্মদপুর গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোর নিখোজ রয়েছেন।
নিখোজ কিশোরের নাম মোঃ সাকিব (১৪)। সে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিএনজি চালক লোকমান সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, সাকিব মানসিক প্রতিবদ্ধী ছিল, গত ২ মে বাড়ী থেকে অন্যান্য দিনের মত বাহিরে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। বাড়ী থেকে বেড়িয়ে যাওয়ার সময় তাহার পরনে ছিল হলুদ টি শার্ট ও কালো টাউজার।
আশে পাশে বিভিন্ন এলাকায় মাইকিং করে সন্ধান জানার চেষ্টা করেও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে তার পরিবারের  ০১৭৫৩-০৩৩৯৫০ এবং ০১৭৮০-৯৫৯৭২১ ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।