মহামারী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কুমিল্লার জনপ্রিয় গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলীকে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার নিজ বাসার সামনে তার মরদেহ আনা হলে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো দেখতে ভিড় করেন। গগনবিদারী আর্তনাদ আর অশ্রুসিক্ত পরিবেশে তাকে বিদায় জানানো হয়। দুপুরে বাদ জোহর কুমিল্লা টাউনহল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দেবিদ্বার উপজেলার ভৈশেরকুট গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবাুমায়ের পাশে তার দাফন সম্পন্ন করা হয়।
চিকিৎসক কাকলীর বড় ভাই মঞ্জুরুল আজীম পলাশ জানান, গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাকলী। মৃত্যুর পর মরদেহ হিমঘরে রাখা হয়। বুধবার তার একমাত্র কন্যা তূর্ণা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হয়। হঠাৎ অকাল প্রয়াণে চিকিৎসকসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম