2:00 AM, 13 November, 2025

নাগরপুরে সাংসদ টিটুর নানীর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

nagarpur photo 10.05 (5)

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটুর নানী ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম গোলাম মোহাম্মদ খান তারেকের মা হাজেরা খাতুন স্মরণে নাগরপুরের গয়হাটায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে নাগরপুর উপজেলার গয়হাটা এতিমখানা মাদ্রাসা মাঠে মরহুমার স্মরণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সর্বস্তরের জনসাধারনের পাশাপাশি স্থানীয় সাংসদ মরহুমার নাতি আহসানুল ইসলাম টিটু, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ফজলুল হক, সাধারন সম্পাদক এম শিবলী সাদিক, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমীকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ ইফতার ও দোয়া মাহফিলে শরীক হন। উল্লেখ্য তিনি এ বছরের ২৬ এপ্রিল সকালে এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন ।