পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে ১১ মে শনিবার দুপুরে পার্শ্ববর্তী মালিয়ানদহ মাঝিপাড়া ব্রিজের ডোবায় পড়ে গিয়ে শাহ পরান (৭) নামে এক শিশুর পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের ওসমান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু শাহ পরান খেলতে খেলতে বাড়ির পূর্বপার্শ্বে মালিয়ানদহ মাঝিপাড়া ব্রিজের ডোবায় পড়ে যায় কেউ তা জানে না। পরে বাড়ির পাশের এক ব্যক্তি ওই ডোবায় গোসল করতে গিয়ে তার পায়ের সাথে ধাক্কা লাগে। এসময় তাকে মৃত অবস্থায় ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
