প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ১০:৪৪ এ.এম
ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফসাপোর্টে আছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল সোমবার ১৩ জুন রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,
সহ-সভাপতি রেজাউল করিম রাজা,শাকিল চৌধুরী,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,প্রচার সম্পাদক কুরবান আলী,গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.এফ.এম মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,দপ্তর সম্পাদক আবু হাসনাত রুমন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য তুষার,সুজন সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন। চোখের দিকে তাকালেই সাধারণ মানুষের কথা বুঝতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন। এমনি একজন নেতা আমাদের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ দাদা। তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঝড়-বৃষ্টি, বন্যা, শীতার্থ মানুষ এমনকি করোনা মহামারির সময়ে ব্যাপক ভূমিকা রেখেছিলেন আমাদের এই নেতা। তার নেতৃত্বে আমরা ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ ঝাঁপিয়ে পড়ে থাকি। সবসময় সমাজের অসহায়দের পাশে থাকার চেষ্টা করে থাকি আমরা। আজ আমরা সকলে একত্রিত হয়েছি শুধুমাত্র এই নেতার দোয়া ও প্রার্থনার জন্য। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম