প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২২, ৯:৪৮ পি.এম
মহানবী (সা:) কে কটুক্তি’র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী (সা:) কে কটুক্তি’র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশকরে।
মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জুম্মার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা।
আজ শুক্রবার ( ১০ জুন ) বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা, ছাত্র, যুব, শ্রমিক (গণ অধিকার পরিষদ) জেলা শাখা, ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করে। শহরের বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীরা।
বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁ চৌরাস্তায় এসে একত্রিত হয়।
মহানবী (সা:) কে কটুক্তি করায় বিজেপির মুখপ্রাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান জিন্দালদের বিরুদ্ধে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে মুসল্লীরা।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ভারতীয় ক্ষমতাসীন দলের ওই দুই নেতার বিচার দাবি করা হয়। শুধু তাই নয়,ভারতীয় পন্য বর্জন করার ঘোষনাও দেওয়া হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম