দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকশই জীবন” এই প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের গেট থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা চত্বরে কয়েকটি গাছ রোপণ করা হয়। পরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন ও ১ নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান, দাউদপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব, পাবলিক হেলথ প্রকৌশলী আমির হোসেন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমির হোসেন,নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মোঃ খাইরুল আলম, ভাদুরিয়া বিট কর্মকর্তা নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী প্রমূখ।
