আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে বাসদ মাকর্সবাদী গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া অঞ্চল শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার মদনেরপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, ছাত্রনেতা মাহবুব আলম মিলন, মদনেরপাড়া অঞ্চল শাখার নেতা অফিজ উদ্দিন, মাহবুবার রহমান সিজু, রুকু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, সরকার ১ হাজার ৪০ টাকা মণ প্রতি ধানের দাম ঘোষণা করলেও ধান ক্রয়ের কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে কৃষকরা ৪০০ থেকে ৪৫০ টাকা দরে ধান বিক্রি করছে। হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের আহবান জানান। পরে কৃষকরা কিছু ধানে প্রতীকি আগুন লাগিয়ে প্রতিবাদ জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম