টাঙ্গাইলে ধান কাটাকে কেন্দ্র করে গুলি, আহত শ্রমিক

টাঙ্গাইলের ঘাটাইলে ধান কাটাকে কেন্দ্র করে গুলি করার ঘটনায় একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল জোতনশর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শ্রমিক উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের জোতনশর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মো. শাজাহান উরফে ভুট্টু(৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল জোতনশর এলাকার ওফাতউল্লাহ মুন্সির ছেলে ইঞ্জিনিয়ার সোহরাব প্রায় ৩০ বছর আগে তার বন্ধু মৃত আব্দুল কাদের বি.এস.সি’র কাছে ২৫ শতাংশ জমি বিক্রি করে। আব্দুল কাদের বি.এস.সি একই জমি তার খালাতো ভাই হাসান আলীর কাছে বিক্রি করে।
আব্দুল কাদের বি.এস.সি ও হাসান আলী ক্রয়সূত্রে মালিক হলেও দলিলপত্রে ভুল হওয়ায় কাগজপত্র মূলে জমির মালিক সোহরাব ইঞ্জিনিয়ার থেকে যায়। তবে হাসান আলীর মৃত্যুর পর তার স্ত্রী মাজেদা খাতুন ওই জমিতে চাষাবাদ করে আসছিলো। শ্রমিক নিয়ে ধান কাটতে গেলে সোহরাব ইঞ্জিনিয়ার শ্রমিকদের উদ্দেশ্য করে গুলি ছুরলে শাজাহান ভুট্টু নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়।
হাসান আলীর স্ত্রী মাজেদা খাতুন জানান, সোহরাবের বন্ধুর কাছ থেকে প্রায় ৩০ বছর আগে জমি ক্রয় করে চাষাবাদ করে আসছিলাম। তবে জমি ক্রয় করলেও দলিল হয়নি। কিন্তু যার কাছ থেকে জমি ক্রয় করেছি তিনি মারা যাওয়ায় তার ভাই জমি দলিল করে দিচ্ছে না। জমিতে রোপনকৃত ধান কাটতে ৮ জন শ্রমিককে চুক্তি দিয়েছিলাম। কিন্তু সোহরাব বন্দুক দিয়ে শ্রমিকদের গুলি করে। তিনবার গুলির আওয়াজ পাই।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, জোতনশর এলাকায় মাজেদা খাতুন নামে এক ব্যক্তি তার জমিতে শ্রমিক নিয়ে ধান কাটছিল । পরে খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব ঘটনাস্থলে গিয়ে ধান কাটতে নিষেধ করে। একপর্যায়ে তার ব্যবহৃত বন্দুক দিয়ে গুলি চালায়। এতে একজন শ্রমিক আহত হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/es/register?ref=T7KCZASX