ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, আজ বুধবার দুপুরে সিলেট থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার পরপরই চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম