বেওয়ারিশ কুকুরের কামড় বা আঁচড়ে জলাতঙ্ক রোগ নির্মূল ও জলাতঙ্ক রোগ প্রতিরোধক প্রতিষেধক হিসেবে কুকুরের টিকা কার্যক্রম পরিচালনা করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২২ এপ্রিল) থেকে কুকুরের টিকা কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্যন্ত দিনব্যাপী দেওয়া হয় কুকুরের টিকা। উপজেলার ৬টি ইউনিয়নসহ ১ টি পৌরসভার প্রতিটি এলাকার কুকুর টিকা দেওয়া হয়েছে।
জানা গেছে, জলাতঙ্ক সাধারণত লিসা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। মাংসপেশি কিংবা স্নায়ুতে ঢুকে ভাইরাস বংশবৃদ্ধি করে থাকে। জলাতঙ্ক ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তাই জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে কুকুরকে নিরাপদ করে রাখা হচ্ছে।
উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও টিকা প্রদানের দায়িত্বপ্রাপ্ত পরামর্শক শেফালি শেফু বলেন, পাঁচদিন ব্যাপি চলবে এ কর্মসূচি। সার্ভেয়ার, টিকাদানকর্মী, লোকাল ডগ ক্যাচারকর্মী কাজ করছে। উপজেলায় বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কুকুরকে টিকার আওতায় আনা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ বলেন, উপজেলায় ২৩টি টিম কাজ করছে। প্রতিদিন কমপক্ষে বেওয়ারিশ প্রায় ৩০০ কুকুর ভ্যাকসিনেশনের আওতায় এনেছে কর্মীরা। আমাদের এ টিকা কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম