12:29 AM, 13 November, 2025

বাড়ি ফেরা হলো না রেজাউলের

inbound6608927633421256573

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ-আলম আকন্দ শাপলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্র্যাক-মোটরসাইকেল সংঘর্ষে রেজাউল (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

রবিবার (১৭ এপ্রিল) সকালে পুংলি ব্রীজের নিকটে আলিফ স্টীল মিলস’র পাশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল উপজেলার অত্র ইউনিয়নের সোহাগী পাড়া গ্রামের আবুল হোসেন এর ছেলে। গুরুতর আহত হয়েছেন পুংলীপাড়া গ্রামের আব্দুল খালেক’র ছেলে নাজমুল (২২) ও চন্ডিপুর গ্রামের আব্দুল বাছেদ’র ছেলে শামীম (২০)।

নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং শামীম এর অবস্থা কিছুটা ভালো হওয়ায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাবসারা ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান শাহ-আলম আকন্দ শাপলা মানসিকভাবে ভেঙে পড়ে বলেন, ২৬ ডিসেম্বর নির্বাচন হওয়ার পর দীর্ঘ ৪ মাস পরে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এতো বড় একটি দূর্ঘটনার কবলে পড়ব- এটা কখনো ভাবতেই পারিনি।

তিনি আরও বলেন, নিহতের পরিবার ও আহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *