3:24 AM, 13 November, 2025

মানিকগঞ্জে “শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়” বইয়ের মোড়ক উন্মোচন

Polish_20220416_214854441-2204161550_1

মানিকগঞ্জের দৌলতপুরে “শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ শনিবার(১৬ই এপ্রিল) বিকেলে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা “শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়” নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়। এ সময়ে উপস্থিত ছিলেন বইটির সহকারী সম্পাদক দৌলতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক তানিয়া মাহমুদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, থানা অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন, কৃষক লীগের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু মোল্যা, যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান টিটু, ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম আতোয়া রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময় বইটির সম্পাদনা করেছেন নুরুল বাতেন এবং আসলাম সানী এতে সহযোগী সম্পাদক রয়েছেন রহীম শাহ, আনজীর লিটন, ড. আমিনুর রহমান সুলতান, ড. শাহাদাৎ হোসেন নিপু, ধ্রুব এষ, তপন বাগচী এবং সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক তানিয়া মাহমুদ।

1 thought on “মানিকগঞ্জে “শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়” বইয়ের মোড়ক উন্মোচন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *