রাস্তাটির বেহাল দশা, দেখার কেউ নেই

পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম ২০২০সালে আদর্শ গ্রামের স্বীকৃতি পায়। গ্রামটিতে প্রফেসর বয়েন উদ্দিন (ডিগ্রী) অনার্স ও এম এ মাহমুদ টেকনিক্যাল বিএম কলেজ, আটলংকা বিএল উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, হেংলী বুধপাড়া দাখিল মাদ্রাসা, দুটি হাফেজি মাদ্রাসা সহ দুটি মহিলা মাদ্রাসা রয়েছে। একটি হাটও রয়েছে গ্রামটিতে।
হাজার হাজার ছাত্র-ছাত্রীদের চলাচলের যে রাস্তাটি অতীব গুরুত্বপূর্ণ! সেই রাস্তাটির আজ বেহাল অবস্থা দেখে বোঝার উপায় নেই যে, এই রাস্তাটি জন গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন জেলা শহর ও উপজেলা শহরে হাসপাতাল কোর্ট কাচারীতে যাতায়াত করে থাকেন।
অথচ আটলংকা গ্রামটি আদর্শ গ্রামের স্বীকৃতি পাওয়া একটি গ্রাম।
কিন্তু গ্রামটিতে উন্নয়নের কোন ছোঁয়াই এখন পর্যন্ত লাগেনি।প্রতিদিন স্কুল, কলেজে ছাত্র-ছাত্রীরা যাবার পথেই ধুলো বালিতে স্নান করে শ্রেনী কক্ষে পৌঁছায়।
আটলংকা গ্রামটি আদর্শ গ্রামের স্বীকৃতির ঘোষনা প্রাপ্ত হলেও করোনার কড়াল ছোবলে গ্রামের উন্নয়ন অবকাঠামো পরিকল্পনা ঝিমিয়ে পড়ে।
বর্তমানে করোনা কালীন পরিবেশ পরিস্থিতিকে পাশ কাটিয়ে সকল কার্যক্রম গতিশীল প্রক্রিয়ায় চলমান রয়েছে।তাই বেহাল দশা থেকে স্কুল কলেজ গামী শিক্ষার্থীদের প্রতি নেক নজর দান করে মুক্তি’র লক্ষ্যে পাবনা-৩ এলাকার এমপি মহোদয় আলহাজ্ব মোঃ মকবুল হোসেন,স্বাধীন বাংলাদেশের পাবনা-৩ এলাকার প্রথম এমপি প্রয়াত মোজাম্মেল হক সমাজী’র সুযোগ্য সন্তান অত্র এলাকার কৃতিসন্তান এলজিআরডি’র প্রকল্প পরিচালক মোমিন মুজিবুল হক টুটুল সমাজী,অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক (বিপিএম,পিপিএম), চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, মুলগ্রাম ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম বকুল সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকার অভিভাবক ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিক সমাজের ব্যক্তি সাধারন।

Your article helped me a lot, is there any more related content? Thanks!