প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২২, ৭:১৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঠাকুরগাঁওয়ে চলমান বাজারে ঠিকাদার কাজের নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারনে প্রাক্কলিত মূল্য বাড়ানো এবং নির্মাণ সামগ্রীর মূল্য কমানোর দাবিতে মানববন্ধন পালিত হয়। গতকাল বৃহস্পতিবার চৌরস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যরা।
ঠাকুরগাঁও জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঠিকাদার তপন কুমার ঘোষ, মুরাদ হোসেন, বেলাল হোসেন, মতিউর রহমান প্রমুখ।
পরে নির্মাণ সমাগ্রী (রড, সিমেন্ট, বিটুমিন, ইট, পাথর) এর মূল্য হ্রাস করণ, বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে চলমান ঠিকাদারী নির্মাণ কাজের প্রাক্কলিত মূল্য বৃদ্ধিকরণ ও জরিমানা ব্যতিত কাজের সময়সীমা বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম