3:24 AM, 13 November, 2025

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি

received_339961231426689

বর্তমান বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, গুড়ো দুধ, শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় পন্যসমাগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির একটি প্রতিনিধি দল।
জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূইয়ার হাতে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস সম্রাট চৌধুরী, আল মামুন আলম, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, মজিদুল ইসলাম, মো: তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনসারুল, দপ্তর সম্পাদক মো: মামুন-উর-রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পন্যসমাগ্রীর দাম যেভাবে বাড়ছে তা অস্বাভাবিক। বিভিন্ন পন্য সামগ্রীর বর্তমান মূল্য উল্লেখ করে দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বর্ধিত প্রকাশ বলে জানানো হয়। এতে হরিলুট, টাকা পাচারসহ সীমাহীন দুর্নীতির মাধ্যমে জাতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি করে দফায় গফায় বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাস ও পানির দাম বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে ক্ষুধা, অনাহার, অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণে অতি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

1 thought on “দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *