1:59 AM, 13 November, 2025

প্রেমের টানে টাঙ্গাইলে প্রেমিকের বাড়িতে নোয়াখালীর তরুণী!

Notes_220322_093819_7ca

প্রেম মানে না কোনো জাত, কোনো বাধা-বিপত্তি। প্রেম মানে না কোনো শাসন-বারণ। সেজন্যই ভালোবাসার টানে টাঙ্গাইলে থাকা প্রেমিকের বাড়িতে ছুটে এসেছেন নোয়াখালীর তরুণী বিলকিস। এতে এলাকা জুড়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ফেসবুক ও টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর দীর্ঘদিন কথা হয় হোয়াটসঅ্যাপে। জড়িয়ে পড়েন ভালোবাসার গভীর সম্পর্কে। তিন মাস আগে দু’জনে একসাথে ঘরও ছেড়েছিলেন একে অপরকে ভালোবেসে। পরবর্তীতে পরিবারের চাপে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয় তারা। এবার ভালোবাসার বন্ধনে আরো বেপরোয়া তারা।

বিলকিস বলেন, আমি পরিবারকে বোঝানোর চেষ্টা করেছি। তারা আমাদের সম্পর্ক মানবে না, তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি। এখন তার পরিবার না মানলে আমরা দু’জনে অন্য কোথাও গিয়ে সংসার করবো।

বিলকিসের অপ্রাপ্তবয়স্ক প্রেমিক বলেন, বিলকিসের সাথে ফেসবুকে পরিচয় হয়। তারপর থেকে আমরা দু’জন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ি। এখন বিলকিস আমার কাছে এসেছে। আমি তাকে আর যেতে দিবো না।

স্থানীয়রা জানান, এমন ঘটনা কখনো দেখেননি তারা। বিষয়টি আসলেই অবাক হওয়ার মতো।

টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের শিক্ষক বি এম দিপক পাল বলেন, সব সময় যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে তা নয়। তাদের দু’জনের মাঝে সাময়িক একটা বন্ধন সৃষ্টি হয়েছে। এটি পরিবর্তনও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *