ঠাকুরগাঁওয়ে সার্বনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিত কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পিরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্যান্য ইউনিটের উপপরিচালক ডা: জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক ডা: আনম মোস্তফা কামাল মজুমদার, রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের জেলা কনসালটেন্ট ও এডিসিসি ডা: নাসিমা আক্তার জাহান, এমসিএইচ এফপি ডা: রেজা হাবীব, জেলা বিএমএর সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা উপ পরিচালক ফারুক আব্দুল্লাহ, প্রেস কাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, সুব্রত কুমার বর্মন, আতিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এমও ক্লিনিক ডা: লাবনী বসাক। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত আসনের সদস্য, স্বাস্থ্য কর্মী ও সাংবাদিকগণ অংশ নেন।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.