যশোরের শার্শায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
গতকাল শনিবার(৫মার্চ) রাতে যশোর বেনাপোল মহাসড়কের স্কুল শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো,বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আশরাফুল (৪০) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মঈন আলী(৩০)।
স্থানীয়রা দূর্ঘটনায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।আহত দুইজনের অবস্থা আশংকাজনক। তাত্ক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল করিম জানান,রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে নাভারন থেকে বেনাপোলগামী ও বেনাপোল থেকে যশোরগামি মোটরসাইকেল আরোহীরা স্কুল শ্যামলাগাছি নামক স্থানে একে অপরের সাথে ক্রসিংয়ের সময় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।নিহত দুজন একই গাড়ির আরোহী ছিলেন।
অপর দুইজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থাও আশংখাজনক। নিহতদেরকে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম