টাঙ্গাইলের কালিহাতীতে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে ও তার পিতা অন্ধ হাফেজ মো. আলাউদ্দিন আহত হয়েছেন। তাদের বাড়ি উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে।
আজ শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার পিতাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যোগ দেয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে উপজেলার সরাতৈল এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রাজশাহী সিল্কসিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছেন। আহত বাবা মো. আলাউদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন ইনচার্জ এসএম মাসুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ের লোক পৌঁছানোর আগেই স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম