রংপুর বিভাগীয় কমিশনারের ঠাকুরগাঁও লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘর পরিদর্শন

দেশের উত্তর জনপদের স্বনামধন্য প্রতিষ্ঠান লোকায়ন জীবনবৈচিত্র জাদুঘর পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা। এ সময় তিনি সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত ব্যতিক্রমধর্মী দর্শনীয় স্থান এই জাদুঘরের প্রতিটি গ্যালারী ঘুরে দেখেন এবং শ্রমজীবি মানুষের জনজীবনকে কেন্দ্র করে লোকজ সংস্কৃতি, শ্রমজীবি মানুষের নানা উপকরন ও মহান মুক্তিযুদ্ধ সংক্রান্ত মুক্তিযুদ্ধ গ্যালারীর জন্য তিনি জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ধন্যবাদ জানান এবং এই জাদুঘরের সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃঞ্চ বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ জোবায়ের হোসেন, পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগসহ বিভাগীয় কমিশনার একান্ত সচিবস, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)”র বিভিন্ন উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন।
