টাঙ্গাইলের ভূঞাপুরে ৪নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, "মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১২ ঘটিকায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শাহজাহান আলী শাজু, মহির উদ্দিন, লুৎফর রহমান, আব্দুল আলীম তালুকদার, আব্দুল বারী সরকার, আব্দুল কাদের মন্ডল, মো. মনিরুজ্জান, মো. আব্দুস ছামাদ, মো. রুবেল সরকার, সংরক্ষিত মহিলা সদস্য শামছুন্নাহার শাহিনুর, মুকুল খন্দকার, শাহনাজ পারভীন, উদ্যোক্তা সানোয়ার হোসেন ও সাগর মাহমুদ প্রমুখ।
ইউপি সচিব মশিউর রহমান এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য উপস্থাপন করেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম