9:54 PM, 12 November, 2025

অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করলো ভূঞাপুর উপজেলা প্রশাসন!

received_326402399507102

টাঙ্গাইলের ভূঞাপুরে লৌহজং নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বাংলা ড্রেজার ও বালু সরবরাহের প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউল ইসলাম। উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এসআই রফিক ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। পরে আজ অভিযান চালিয়ে ১টি বাংলা ড্রেজার ধ্বংস ও পাইপ গুড়িয়ে দেয়া হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *