2:01 AM, 13 November, 2025

নবাবগঞ্জে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

2.3.22

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, শোলখুরিয়া ইউপি চেয়ারম্যান তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলার বিভিন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মী সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু স্মৃতিচারণ প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *