স্টাফ রিপোর্টারঃ
চিত্রনায়িকা পরীমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। অপর অভিযুক্ত দু’জন হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। মঙ্গলবার অভিযোগকারীর জবানবন্দির মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগকারী র্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানের জবানবন্দি রেকর্ড করেন। পরে অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের আইনজীবী বিভিন্ন বিষয়ে তাকে জেরা করেন।
অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারার কারণ দেখিয়ে পরীমণির পক্ষের আইনজীবী শুনানি স্থগিত চেয়ে আবেদন জমা দেন। আবেদনে বলা হয়েছে, পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারিক আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্ট শুনানি শেষে এ বিষয়ে আদেশ দিতে আজকের দিন ধার্য করেছেন। আদালত পরীমণির অনুপস্থিতির আবেদন মঞ্জুর করেন এবং তার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার অনুমতি দেন। বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম