টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে হোসাইন মোহাম্মদ হিমেলকে সভাপতি ও আলীম মৃধাকে সাধারণ-সম্পাদক নির্বাচিত করে গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১লা মার্চ) ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত প্যাডে আগামী ১ (এক) বছরের জন্য ৪নং গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রলীগের এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটিঃ
সভাপতিঃ হোসাইন মোহাম্মদ হিমেল।
সহ-সভাপতিঃ আরিফ হাসান, নুরুল ইসলাম বাবু, হৃদয় মজুমদার ও সজিব সরকার।
সাধারণ-সম্পাদকঃ আলীম মৃধা।
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ আল-আমিন শেখ, শরিফ মন্ডল, শিহাব উদ্দিন ও ফারুক ভূইয়া।
সাংগঠনিক সম্পাদকঃ মো. মোমিন, তারিকুল ইসলাম পরশ ও মো. মাহফুজ মিয়া।
আইন বিষয়ক সম্পাদকঃ জাকারিয়া আল হোসাইন।
নবগঠিত সভাপতি-সম্পাদক বলেন, এমন একটা সুসংগঠিত ছাত্রলীগের কমিটি উপহার দেওয়ায় টাঙ্গাইল- ২ আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির মহোদয়, টাঙ্গাইল বাস-মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির মহোদয়, গোবিন্দাসী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার মহোদয়, জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
উল্লেখ্য, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ ছাত্রলীগ, ভূঞাপুর উপজেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম