5:07 AM, 13 November, 2025

মোটরসাইকেল কেনার ২৪ ঘণ্টার মধ্যে কলেজছাত্র নিহত

image-167797-1646015753

কুমিল্লায় শখের মোটরসাইকেল কেনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজছাত্রের। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি ফারহান আঞ্জুম মাফি (১৭) কুমিল্লা নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, শিক্ষাবোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা পাস করে মাফি। পরে ভর্তি হয়েছিল কলেজে। তার আবদার মেটানোর জন্য কিনে দেওয়া হয় মোটরসাইকেল। তবে নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল মাফি। এ সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করে। অন্য দুজন চিকিৎসাধীন রয়েছেন।

মাফির বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার খবরটি শুনেছি।

1 thought on “মোটরসাইকেল কেনার ২৪ ঘণ্টার মধ্যে কলেজছাত্র নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *