আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার সদর উপজেলার হরিনারায়নপুর কাগডোব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহরাব আলী একই এলাকার মসিরউদ্দীনের ছেলে। রেলের পীরগঞ্জ স্টেশনের সহকারী ম্যানেজার সোহরাব হোসেন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শিবগঞ্জ-ঠাকুরগাঁও রোড় রেল স্টেশনের মধ্যবর্তী হরিনারায়নপুর এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়।
