নাগরপুরে ঘূর্ণিঝড় ফনী মোকাবেলায় বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

মোঃ আল তুহীন আজাদ
নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় ফনী মোকাবেলায় বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরশাফ আলী,, নাগরপুর জোনাল অফিস পল্লী বিদ্যুৎ অফিসার মো. ইব্রহিম খলিল, ইউপি চেয়াম্যান ছিদ্দিকুর রহমান।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন ঘূর্ণিঝড় ফনী মোকাবেলা কালিন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং সবাইকে সতর্ক হয়ে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
