4:48 AM, 13 November, 2025

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

2-5-19

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজলা গ্রামে আখি মনি নামে ২ বছরের এক শিশু আজ বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের ডোবায় পড়ে মারা গেছে। আখিমনি ওই গ্রামের জাতু শেখের মেয়ে। সকালে আখিমনি বাড়ির সামনে ডোবার ধারে খেলছিল। কখন সে ডোবায় পড়ে যায় তা কেউ টের পায়নি। পড়ে আখিমনি নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হলে ডোবার একধারে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্য রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।