প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০১৯, ৭:৫৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে ভুমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে এবং পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

মোঃ ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেলষ্টেশন পাড়ার বস্তিবাসীদের পূর্ণবাসনের দাবীতে মানবন্ধন করেছে ভ‚মিহীন পরিবার গুলো। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর দাবী পুর্ণবাসন ছাড়া কোন বস্তিবাসিকে উচ্ছেদ করা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা মোড়ে ক্ষতিগ্রস্থ ভুমিহীন পরিবার গুলো এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রায় দেড় শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলার পৌর মেয়র কশিরুল আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মর্তুজা আলী,ওয়ার্কাস পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার রফিকুল ইসলাম ,সিপিবির নেতা মুর্তুজা আলম,শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম,সাহেব আলী সহ ক্ষতিগ্রস্থ পরিবারের অনেকেই।
এসময় বক্তরা গরীব অসহায় পরিবার গুলোকে উপযুক্ত স্থানে পুর্ণবাসন করার জোড় দাবী জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম