11:31 PM, 12 November, 2025

কুড়িগ্রাম জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কল্যাণ সমিতির কমিটি গঠন

15

কুড়িগ্রামে কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কল্যাণ সমিতির কার্যক্রম শুরু হয়েছে। ২০ জুলাই (রোববার) রাত ১০ টায় শহরের পপুলার জেনারেল হসপিটালে আহুত আলোচনা সভায় জেলার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ীগণ মিলিত হন।

প্রায় ২ ঘন্টাব্যাপী নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ডাঃ মাহফুজার রহমান মজনু সভাপতি ও আলহাজ্ব সাইদুল হাসান দুলালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়া হয়।

আলহাজ্ব যুন্নুরাইন মোঃ শামীম, ডাঃ জি. এম আরিফ, রফিকুল ইসলাম রফিক, ডাঃ ফয়জার আলম মোঃ রফিকুল ইসলাম লিটন ও শক্তি শংকর চক্রবর্তীসহ সহ-সভাপতি পদে ৭ জন মনোনীত হন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক রান্টু বিশ্বাস, কোষাধ্যক্ষ শ্যামল দেবনাথ, প্রচার সম্পাদক নিকসন, দফতর সম্পাদক রিপন রহমান এবং ধর্ম সম্পাদক পদে মোঃ মোজাফফর হোসেনকে মনোনীত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাধাক্ষ্য উদয় শংকর চক্রবর্তী, ডাঃ আব্দুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *