নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান মৃত্যুবরণ করেছেন। আজ ২৮ জুন, রবিবার ভোররাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু।
জানা যায়, ৭৫ বছর বয়সী অ্যাডভোকেট আকরামুজ্জামানের গত ১৫ জুন থেকে জ্বর-কাশিসহ অসুস্থতা দেখা দেয়। পরে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
পরবর্তীতে ১৯ জুন, শুক্রবার তার শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকেলের দিকে তাকে ঢাকায় আনা হয়। ওইদিন সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করার পর সেখানকার আইসিইউতে রাখা হয়। এর আগে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও পরদিন সেখানে তার করোনা পজিটিভ আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ভাতিজা সাংবাদিক আসাদুজ্জামান দারা জানিয়েছেন, তার এক ছেলে শরিফ সোমবার লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। আকরামুজ্জামানের এরপর জানাজা-দাফন হবে।
অ্যাডভোকেট আকরামুজ্জামান ফেনীতে রোটারী ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ও ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ শিক্ষা-সামাজিক-সংস্কৃতিসহ অসংখ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম