3:45 AM, 13 November, 2025

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক বিদ্যুৎ কর্মী নিহত

image_750x_5e284e098b564

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হয়ে মোঃ রাহাত আলী (২০) নামে এক বিদ্যুৎ কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার গ্রামে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ এর আওতাধীন হাই ভোল্টেজ লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত রাহাত আলী ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামের মোঃ ভূট্টুো আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আমলাহার এলাকায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ এর আওতাধীন হাই ভোল্টেজ লাইনের সংস্কার কাজ করছিল রাহাত। এ সময় সে অসাবধানতাবশত বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। পরে তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান লোপা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ, বিদ্যুৎ স্পৃষ্টে রাহাত আলী নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *