বর্তমানে সারা পৃথিবীই একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। সকাল-সন্ধ্যা মৃত্যুর মিছিল, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ আর সুস্থ হবার খবরে স্বস্তি- এই হয়ে পড়ছে আজকালকার দিনলিপি। করোনার এই করাল গ্রাসে মানুষের চলার গতি যেমন থমকে গেছে তেমনি থমকে গেছে শিক্ষা।
সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কেউ জানে না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে ধারণা অভিভাবকসহ বিজ্ঞদের।
প্রতি জেলায় অনলাইনে একটি করে ফেসবুক পেজ খোলে শিক্ষার্থী ও অভিভাকদের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের ক্লাসমুখী করার কাজে নেমে পড়েছেন শিক্ষকরা। সত্যিই একটা সৎ প্রচেষ্টা চলছে, যাতে ওদের লেখাপড়ার গতিটা অব্যাহত থাকে। শিক্ষার্থীরা সরাসরি ফোন করে অথবা লাইভ ক্লাস এর মতামত অপশানে তাদের সমস্যা বা প্রশ্ন জানিয়ে শিক্ষকদের কাছ থেকে উত্তর পাচ্ছে। এটা খুবই ইতিবাচক। সত্যিই অস্বীকার করার উপায় নেই যে, অনলাইন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবক যে কোন সময়, যে কোন স্থান থেকে অনলাইন (লাইভ) ক্লাসে অংশ নিতে পারছে।
আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে অনলাইন ভিত্তিক লাইভ ক্লাস পরিচালনা করা একটি নতুন অভিজ্ঞতা। কিছু প্রতিষ্ঠান এবং অল্প সংখ্যক শিক্ষক নিজ উদ্যোগে গুগল ক্লাসরুম বা অন্যান্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমস ব্যবহার করলেও এটি মূলত কন্টেন্ট শেয়ারে সীমাবদ্ধ ছিল। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে করোনার প্রকোপ একরকম বাধ্যই করেছে অনেক প্রতিষ্ঠানকে অনলাইন ব্যবস্থায় পাঠদান শুরু করতে। সে হিসাবে এদেশের শিক্ষার্থীদের জন্য এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চশিক্ষা কার্যক্রম এবং প্রায়োগিক ও উদ্ভাবনী গবেষণায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা করা।
তেমনি এক মহতী উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষাতে এগিয়ে এসেছে পাকুন্দিয়া মডেল মাদরাসা।
শিক্ষার্থীদের এ ক্ষতি পুষাতে এখন থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া পাঠমহল মোড়ে অবস্থিত পাকুন্দিয়া মডেল মাদ্রাসার ক্লাস হবে অনলাইনে।
ফেসবুক, ইউটিউব ও জুম অনলাইনে সেবাটি গত (১১ মে) সোমবার দুপুরে প্রতিষ্ঠানের পরিচালক মো: সালাহউদ্দীন সাইফুল্লাহ ও প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম জানান, শিক্ষাব্যবস্থার সংকট কাটিয়ে উঠতে অনলাইন শিক্ষাকার্যক্রমটি কাজে লাগবে। ৫ম ও ৮ম শ্রেণিকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং পর্যায়ক্রমে বাকি অন্যান্য ক্লাসগুলোও চালু করা হবে । এই সেবাটি সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বলেও জানান তিনি।
নিচের লিংকের মাধ্যমে শিক্ষা সেবা নিতে পারবে শিক্ষার্থীরা:
Zoom ID & Password, Teachers Name & Class:
Mujahidul Islam Sir ID: 7370531339 (Class Eight)
Password : 5QwUVs
Nazmul Sir ID: 5783132586 (Class Five)
Password : 7XiDs7
Taslima Madam ID: 5070415145 (Class Eight)
Password : 7n4iRy
Liza Madam ID: 7414217411 (Class Five)
password : 7fuda4
Tanjina Madam ID: 6632022712 (Class Five)
Password : 4R9uNX
দৈনিক অনলাইন ক্লাসের রুটিন: শনিবার থেকে সোমবার (৮ম শ্রেণি): সকাল ৮:০০-৯:০০ টা পর্যন্ত গণিত, ৯:০০-১০:০০টা পর্যন্ত বিজ্ঞান, ১০:০০-১১:০০টা পর্যন্ত ইংরেজি, ১১:০০-১২:০০টা পর্যন্ত বাংলা।
শনিবার থেকে সোমবার (৫ম শ্রেণি): সকাল ৮:০০-৯:০০ টা পর্যন্ত গণিত, ৯:০০-১০:০০টা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১০:০০-১১:০০টা পর্যন্ত ইংরেজি, ১১:০০-১২:০০টা পর্যন্ত বাংলা।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার
(৮ম শ্রেণি): সকাল ৮:০০-৯:০০ টা পর্যন্ত গণিত, ৯:০০-১০:০০টা পর্যন্ত আরবি, ১০:০০-১১:০০টা পর্যন্ত ইংরেজি , ১১:০০-১২:০০টা পর্যন্ত কোরআন মাজিদ, আকাঈদ ও ফিকাহ।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ম শ্রেণি): সকাল ৮:০০-৯:০০ টা পর্যন্ত গণিত, ৯:০০-১০:০০টা পর্যন্ত আরবি, ১০:০০-১১:০০টা পর্যন্ত ইংরেজি, ১১:০০-১২:০০টা পর্যন্ত কোরআন মাজিদ, আকাঈদ ও ফিকাহ।
উল্লেখ: ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ক্লাস শীঘ্রই অনলাইন ক্লাসের আওতাধীন আসছে।
সর্বশেষে বলতে পারি, ‘অনলাইন স্কুল’ আমাদের জন্য একটি নতুন সম্ভাবনা। যদিও বিষয়টি দেশের প্রত্যন্ত অঞ্চলে একটু কঠিন। ক্লাসরুমের চার দেয়াল, চেয়ার, টেবিল, বোর্ড আর বন্ধুর পাশে বসে ক্লাস করার যে আনন্দ, তা কি আর ফোন কিংবা ল্যাপটপের স্ক্রিনে পাওয়া যায়। তবুও এই দুর্যোগের মুহূর্তে সারাদেশের অনলাইন স্কুল’র উদ্যোগী শিক্ষকদের সাধুবাদ জানাচ্ছি।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম