করোনা মহামারীতে মাস্ক বিহীন হোসেনপুর; অনেকের কাছে নেই এর গুরুত্ব

সরকার ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন মহল থেকে অব্যাহত প্রচারণা সত্বেও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১ পৌরসভা সহ ৬টি ইউনিয়নে অনেকেই মাস্ক ছাড়া জনবহুল জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছে এর কোন গুরুত্বই নেই। পথ ঘাটে,রাস্তা চলছেন,বাজারে, চায়ের দোকানে চশে বেড়াচ্ছেন তারা। সরকার ১০ মে থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে বিধিনিষেধ কিছুটা শিথিল করার পর কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন মার্কেট ও হাটবাজারে মানুষের উপচে পড়া ভিড় লেগেই চলচ্ছিলো। স্বাস্থ্যবিধির কোন গুরুত্বই ছিল না । পরিস্থিতির প্রেক্ষিতে উপজেলার অানুষ্ঠানিক কোন ঘোষণা না আসলেও ১৩ থেকে ৩০ মে পর্যন্ত আবারো অত্যাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া অন্যান্য দোকানপাট ও শপিংমল বন্ধ করে দিয়েছে। এর পরও মানুষকে স্বাস্থ্যবিধি দিব্যি অবজ্ঞা করতে দেখা যাচ্ছে। আজ ১৪ মে বৃহস্পতিবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান,কাপড় পট্রি, জুতার মার্কেট, খুচরা খোলা বাজার, এক ট্রাক্টরে ৫ জনকে মাস্ক ছাড়াই চলতে দেখা গেছে। অনেক পথচারী, অটোরিকশা চালক এবং যাত্রীদেরও মাস্ক ছাড়া চলতে দেখা গেছে। অথচ এখন থেকে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করার জন্য মানুষকে জরিমানা অবহত রয়েছেন ।
তবে হোসেনপুর সোনালী ব্যাংক,অগ্রণী ব্যাংকে উপচে পড়া ভিড় দেখা গেছে।
