1:09 PM, 13 November, 2025

পাকুন্দিয়ায় রাস্তায় ভাঙ্গন; সাংবাদিক ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে মেরামত সম্পন্ন

IMG_20200514_154348

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৩নং চরফরাদী ইউনিয়নের মির্জাপুর টু তারাকান্দি ঈশাখাঁ রোডটির বেহাল দশা। দেখার জেনো কেউ নাই। সম্পূর্ণ মির্জাপুর বাজারের পানি নেমে ব্রীজ সংলগ্ন কর্ণারে জমাট বেধে ভাঙ্গনের সৃষ্টি হয়।

স্থানীয় ছাত্রনেতা হিমেলসহ এলাকাবাসী স্বানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবগত করলেও কোন প্রতিকার আসেনি। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে অবগত করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে আলোচনা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে কাজের আদেশ করলে তিনি কোনো রকম মেরামত করে চলে যায়।

কিন্তু যে কারণে ভাঙ্গলো সেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা করেনি। যার ফলে আবার বৃষ্টির পানি জমাট বেধে ভাঙ্গনের সৃষ্টি হয়। কিন্তু এই ভাঙ্গন সংস্কারে কেউ আর এগিয়ে আসে না। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কমপক্ষে ৮/১০ বার যাতায়াত করেন ইউপি সদস্য। এমনকি চেয়ারম্যান নিজেও প্রায় সময় এই রাস্তা দিয়ে চলাচল করেন। কিন্তু এই ভাঙ্গন  দেখেও না দেখার ভান করে চলে যায় স্থানীয় প্রতিনিধিগণ।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই রাস্তা দিয়ে পথচারীসহ যান চলাচল একবারে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ছাত্রনেতা হিমেলের নজরে আসলে তার সহযোদ্ধাদের নিয়ে রাস্তাটির ভাঙ্গনের মেরামত করে পথচারীসহ ছোটখাটো গাড়ী চলাচলের ব্যবস্থা করে দেয়।

কিন্তু গত ৭/৮ দিন পূর্বের বৃষ্টিতে  সম্পূর্ণ রাস্তার ঢালাই ইটের খোয়া ধসে যায়। ৬/৭ দিন যাবৎ এই অবস্থায় পড়ে থাকায় রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এই রাস্তাটি। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত।

মির্জাপুর টু হোসেনপুরের ভারী যানবাহন ঐদিক দিয়ে চলাচল করে। ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি স্থানীয় প্রতিনিধিগণের নজরে না আসলেও  সাংবাদিক আশরাফুজ্জামান অপু ও ছাত্রনেতা হিমেলের নজরে ঠিকই আসে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে হিমেল তার সহযোদ্ধাদের নিয়ে রাস্তাটির মেরামত কাজে নেমে যায় এবং মেরামতও করে ফেলে। ভারী যানবাহন চলাচলেও সাময়িক ভাবে এখন আর কোন সমস্যা হবেনা বলেও আশ্বাস দেন এই ছাত্রনেতা।

আজকের (বৃহস্পতিবার) এই কাজটি সাংবাদিক আশরাফুজ্জামান অপু ও ছাত্রনেতা হিমেলের যৌথ উদ্যোগে সম্পূর্ণ হয়।

এসময় রাস্তা মেরামতে আরও সহযোগিতায় ছিলেন, ৩নং চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক, রফিকুল ইসলাম মুন্না, ইয়াছিন, রণি, সাব্বির, মাহফুজ, জুনাইদসহ অন্যরা হলেন- গোলাপ, আলম, সামাদ, মুস্তাকিম ও আজিজুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *