হোসেনপুরে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

হোসেনপুরে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলার জিনারী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ (৮মে) শুক্রবার সকাল থেকে ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দেরর নেতৃত্বে প্রায় ১৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী চর জিনারী এলাকার মাঠ থেকে ধান কেটে কৃষকদের বাড়িতে তুলে দেন।
কৃষক (প্রতিবন্ধী) মোঃকফিল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে (৩ মে) একটি পোস্ট করা হলে সাহায্য এগিয়ে আসেন উপজেলার জিনারী ইউনিয়ন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ধান কাটা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব করে দিয়েছে তারা।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন-জিনারী ইউনিয়নের ছাত্রলীগ নেতা মোঃ অাল মামুন শেখ, মোঃ নাজমুল হক, (রাজীব মাস্টার), মোঃ অাবু সালেহ নিলয়ন, মোঃ মাজাহারুল ইসলাম, মোঃ অালমগীর হোসেন মোঃ কেরামত উল্লাহ,মোঃ সাদেক মিয়া প্রমুখ।
