কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় দ্বিতীয় করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ব্যক্তির নাম আব্দুল হাই, তিনি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও গোবিন্দপুর ইউনিয়নের মাধাখলা গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (০৬ এপ্রিল) রাত ১১ টার দিকে ঢাকার কর্মিটোলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৮ দিন আগে করোনার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাসিরুজ্জাম। তিনি জানান, গত ২০.০৪.২০ ইং তারিখে বুধবার সর্দি, কাশি ও বুকব্যথা এবং ডায়াবেটিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেলে ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় রিপোর্টে করোনা পজিটিভ আসে।
হাসপাতালে ভর্তির আগে থেকে রোগীর অবস্থা কিছুটা অসুস্থ ছিল। মৃত্যুর আগে ওই রোগীর বুকব্যথা হঠাৎ বেড়ে গিয়েছিল।
এদিকে, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহীউদ্দিন জানান, উপজেলায় দক্ষিণ পানান এর আগেও আরেকটি করোনা মৃত রোগী দাফন সম্পন্ন হয়েছে। এটি হবে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় রোগী। করোনা মৃত রোগী কে দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের টিমকে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসিরুজ্জামান জানান, করোনায় মারা যাওয়া পুরুষকে নিয়ম অনুযায়ী দাফন করা হবে।
উল্লেখ্য, হোসেনপুরে এ পর্যন্ত দশ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে এ নিয়ে দ্বিতীয় রোগী মারা গেল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম