কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় আজ মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বইয়ে যাওয়া ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সন্ধ্যায় শুরু হওয়া দমকা হাওয়ার সাথে বৃষ্টি, লণ্ডভণ্ড হয়ে যায় বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলের মাঠ।ঝড়ের তান্ডবের কারনে বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ।
দমকা হাওয়ায় হোসেনপুর উপজেলার ছনের ঘর, বিভিন্ন ছোট বড় কলা,পেপেঁ গাছ দুমড়েমুচড়ে যায়। বিশেষ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি।
উপজেলার জিনারী, চর জিনারী, হলিমা, টেকাপাড়া, কাটিহারী, সাহেবের চর, হোগলাকান্দি, গোবিন্দপুর, পুমদি, , লুলিকান্দি, মেছেড়া, সিদলা, হারেন্জা, সাহেদল, মাঠে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কৃষকরা জানান, ধান, কলা, পেঁপে, আমসহ অন্যান্য মৌসুমি ফসলের বেশি ক্ষতি হয়েছে। ঝড়ের ফলে ব্যাপক লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, উপজেলায় মোট ২৫০ জমিতে বিভিন্ন জাতের ফসল চাষ করা হয়েছে। ধান, ভুট্টা, কলা, পেঁপের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি তবে অন্যান্য মৌসুমি ফসল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম