করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ, গার্মেন্টস শ্রমিক, ভ্যান চালক, চা দোকানী, অসহায়ের বাড়িতে গিয়ে রাতের খাবার পৌছে দিচ্ছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সেচ্ছায় সরকারী সেচ্ছাসেবক টিম। প্রতিদিনই গভীর রাতে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে এই কার্যক্রম চালানো হচ্ছে।
গত ১৭ এপ্রিল রোজ শুক্রবার এই সেবাটির উদ্বোধন করেন হোসেনেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, এসিল্যান্ড মোঃ ওয়াহিদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান। রাতভর ঘুরে ঘুরে দরিদ্র পরিবারগুলোতে গিয়ে চাল, ডাল, আলু খাদ্য সামগ্রীসহ ১৫ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরণ চলমান রয়েছে।
করোনা মোকাবেলায় কয়েক দিন ধরে বন্ধ যানবাহন চলাচল। বন্ধ হয়ে গেছে অনেক কল কারখানা-দোকান ও বিপনী বিতান। ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
জন সমাগম এড়াতে উপজেলায় একটি হটলাইন নম্বর রয়েছে। ০১৭০৩ ৭৪৪৮৮০/ ৩৩৩ এই নম্বরে ফোন দিলেই এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে রাতের আঁধারে তাদের বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তাছাড়াও এসব কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম