3:45 AM, 13 November, 2025

“কিশোরগঞ্জ আমাদের অহংকার” অনলাইন গ্রুপের রমযান প্যাক-2020 প্রদান

received_533413280638528

দুর্যোগময় মহামারি ও পবিত্র মাহে রমযানে সমাজের বিত্তশালিদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও অনলাইন পাবলিক গ্রুপ অসহায়,দুঃস্থদের সহযোগিতার হাত বাড়িয়ে চলেছে৷

“কিশোরগঞ্জ আমাদের অহংকার” ফেসবুক অনলাইন পাবলিক গ্রুপের পক্ষ থেকে ৭০ জন অসহায় পরিবারের মাঝে রমযান প্যাক-2020 প্রদান করা হয়েছে৷ আজ(০৩ মে) রবিবার বিকাল-৩:০০ ঘটিকায় বিন্নাটি আঃ মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে রমযান প্যাক-2020 এ ত্রাণ বিতরন কার্যক্রম শুরু হয়৷

গ্রুপের এডমিন, মডেরেটর, সদস্য ও সমাজের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন৷ উপস্থিত নেত্রীবৃন্দ ও সদস্যরা অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে রমযান প্যাকের ত্রাণ তুলে দেন৷

গ্রুপ ক্রিয়েটর জনাব রফিকুল ইসলাম সুজন বলেন, আমরা গ্রুপে ত্রাণ বিতরণের ব্যাপারে পোস্ট করলে গ্রুপ মেম্বার ও বিভিন্ন পেশাজীবিদের কাছ থেকে  সাড়়া পেয়ে আমরা সমাজের অসহায়, দুঃস্থদেরকে এ রকম সহযোগিতা করার উৎসাহ পেয়েছি৷  ভবিষ্যতে আমরা সকলের সহযোগীতায় আরো বড় পরিসরে ত্রাণ বিতরণসহ সামাজিক কর্মকান্ডে ও অসহায়দের পাশে দাড়াতে চাই৷

ত্রাণ হাতে পেয়ে বিধবা মেহেরুন্নেছা বলেন, “রোজার ভিত্তে এইরহম করোনার সময় আমহেরা আমরারে সহযোগিতা করছুুুইন এরলাগি সবাইরে ধন্যবাদ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *