12:50 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের নিজ অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

IMG_20200503_083048

প্রাণঘাতী করোনা ভাইরাসের শিকার সারাবিশ্ব। এই করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও দেখা দিয়েছে। ভাইরাসের কারণে দেশের অনেক মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে।

সরকার, প্রশাসন, বিভিন্ন দলীয় ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠানসহ অনেকে এই দুর্যোগে অহাসয়দের পাশে দাঁড়াচ্ছেন। তারই পাশাপাশি ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, (পিপিএম-সেবা) হতদরিদ্র খেটে খাওয়া নিম্ন আয়ের  মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

শনিবার (০২ মে) বিকেল সাড়ে ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বদেশ্বরী গুচ্ছ গ্রামের ৬০টি পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাবার সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, (পিপিএম-সেবা)।

এসময় তিনি সকলকে সচেতন হয়ে সরকারি সকল নির্দেশনা মেনে চলে ঘরে থাকার অনুরোধ করেন।

বদেশ্বরী গুচ্ছ গ্রামের হতদরিদ্র খেটে খাওয়া নিম্ন  আয়ের ৬০টি পরিবারের প্রত্যেকের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *