কুড়িগ্রামে ২ মে (শনিবার) আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ জনে। তবে শনিবার বিকেলে ফুলবাড়িতে আক্রান্ত যুবক তাজুল ইসলাম সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যবিভাগ সূত্র আরো জানায়, ২ মে (শনিবার) কোভিড-১৯ শনাক্ত ৪ জনের মধ্যে ২ জন কুড়িগ্রাম সদরের, একজন করে নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার। এনিয়ে গত দুদিনে ১১ জনসহ মোট ২২ জন শনাক্ত হল। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে একজন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম