মানবিক সহায়তা দিতে বৃষ্টিতে ভিজে বাড়ি বাড়ি গেলেন ইউএনও নাজমুন নাহার

দিনাজপুরের নবাবগঞ্জে বৃষ্টিতে ভিজে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে মানবিক সহায়তা কার্যক্রমের উপকারভোগীদের সঠিকতা যাচাই করেন মানবিক ইউএনও নাজমুন নাহার।
জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত তালিকার সঠিকতা যাচাইয়ের জন্য শনিবার(২ মে) বেলা ১১টায় তিনি উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামে যান। এ সময় ব্যাপক বৃষ্টি শুরু হয়। কিন্তু ইউএনও বৃষ্টিকে উপেক্ষা করে ঐ গ্রামের তালিকাভুক্তদের বাড়ী বাড়ী গিয়ে সঠিকতা যাচাই করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম উপস্থিত ছিলেন।
ইউএনও নাজমুন নাহার জানান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলায় ৫ হাজার ৬শ ৭০ জন অসহায় দরিদ্রকে প্রতিমাসে ২০ কেজি করে চাল দেয়া হবে। প্রকৃত অসহায় ব্যক্তি যাতে এ কার্যক্রমের আওতায় আসে সেই লক্ষ্যে তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের যাচাই বাচাই করা হচ্ছে।
